ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম বিভিন্ন দেশের সরকারি সংস্থাকে অভিযোগের ভিত্তিকে ব্যবহারকারীর তথ্য সরবরাহ করবে বলে জানিয়েছে। কোনো ব্যবহারকারীর বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট বা অন্যান্য বৈধ আইনি অনুরোধ থাকলে কর্তৃপক্ষ আইপি অ্যাড্রেস ও মোবাইল নাম্বার সরবরাহ করছে টেলিগ্রাম। খবর বিবিসি।
টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভ জানান, এই উদ্যোগের মাধ্যমে টেলিগ্রাম ব্যবহার করে অপরাধ প্রবণতা কমবে। সোমবার একটি পোস্টে টেলিগ্রামের পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতির পরিবর্তনের এই কথা জানান তিনি।
তিনি আরও বলেন, যদিও ৯৯.৯৯৯% টেলিগ্রাম ব্যবহারকারীদের অপরাধের সাথে কোন সম্পর্ক নেই, কিন্তু ০.০০১% অবৈধ কার্যকলাপে জড়িত হয়ে পুরো প্ল্যাটফর্মের ভাবমূর্তি নষ্ট করেছে।
ডিবিটেক/বিএমটি