তাইওয়ান নয়, বরং চীনই আসল হ্যাকার বলে পাল্টা অভিযোগ করেছে তাইওয়ানের সরকার। সম্প্রতি তাইওয়ানের হ্যাকিং গ্রুপ নিয়ে চীনের এক সংবাদকে ভুয়া বলে দাবি করেছে দেশটি। খবর রয়টার্স।
সোমবার চীনের জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় তাইওয়ানের মিলিটারি সহায়তাপুষ্ট হ্যাকিং গ্রুপ ‘অ্যানোনিমাস ৬৪’ এর নাম ঘোষণা করে এবং তারা চীনকে লক্ষ্য করে সাইবার হামলা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।
চীন উক্ত গ্রুপের তিন তাইওয়ান নাগরিকের নাম ও ছবি প্রকাশ করে।
এর পরিপ্রেক্ষিতে তাইওয়ান তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানায় এবং তারাই চীনের হ্যাকিং ও ভুয়া তথ্যের শিকার হচ্ছে বলে অভিযোগ করে।
ডিবিটেক/বিএমটি