ভারতের বাজারে অ্যাপলের বিভিন্ন পণ্যের উচ্চ নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর দেশটির কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন) এই সতর্কবার্তাটি প্রকাশ করে।
সেখানে বলা হয়েছে, অ্যাপলের বিভিন্ন সফটওয়্যার আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস এবং ভিসিয়নওএস-এ ‘উচ্চ ঝুঁকির’ একাধিক দুর্বলতা রয়েছে। আইফোনের এই নিরাপত্তা ত্রুটি সম্ভাব্য আক্রমণকারীকে সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস করতে এবং নিষেধাজ্ঞাগুলো বাইপাস করার অনুমতি দিতে পারে।
বিভিন্ন ডিভাইসে প্রাপ্ত ত্রুটিসমূহকে কাজে লাগিয়ে একজন সাইবার আক্রমণকারী ব্যবহারকারীর ডিভাইসে নিম্নলিখিত ক্ষতি সাধন করতে পারে:
১। সাইবার আক্রমণকারীরা ডিভাইসের সংবেদনশীল তথ্যের অনঅনুমোদিত অ্যাক্সেস পেয়ে যেতে পারে।
২। ডিভাইসের সিস্টেমে ইচ্ছেমতো কোড বসিয়ে দিতে পারে।
৩। নিরাপত্তামূলক বিভিন্ন প্রতিবন্ধকতা এড়িয়ে যেতে পারে।
৪। ডিনায়াল-অব-সার্ভিস (সেবা প্রদানে অস্বীকৃতি) কন্ডিশন তৈরি করতে পারে।
৫। সিস্টেমের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
৬। স্পুফিং অ্যাটাক করতে পারে
৭। ক্রস-সাইট স্ক্রিপ্টিং (এক্সএসএস) আক্রমণ করতে পারে।
যে সকল পণ্য নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হতে পারে
আইওএস: আইওএস ১৮ ও ১৭.৭ এর পূর্ববর্তী ভার্সন
আইপ্যাডওএস: আইপ্যাডওএস ১৮ ও ১৭.৭ এর পূর্ববর্তী ভার্সন
ম্যাকওএস সোনোমা: সোনোমা ১৪.৭ এর পূর্ববর্তী ভার্সন
ম্যাকওএস ভেনচুরা: ভেনচুরা ১৩.৭ এর পূর্ববর্তী ভার্সন
ম্যাকওএস সেকোয়া: সেকোয়া ১৫ এর পূর্ববর্তী ভার্সন
টিভিওএস: টিভিওএস ১৮ এর পূর্ববর্তী ভার্সন
ওয়াচওএস: ওয়াচওএস ১১ এর পূর্ববর্তী ভার্সন
সাফারি: সাফারি ১৮ এর পূর্ববর্তী ভার্সন
এক্সকোড: এক্সকোড ১৮ এর পূর্ববর্তী ভার্সন
ভিশনওএস: ভিশনওএস ২ এর পূর্ববর্তী ভার্সন
নিরাপত্তা ঝুঁকি এড়াতে করণীয়
নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির প্রেক্ষিতে ব্যবহারকারীদেরকে তাদের অ্যাপল ডিভাইসগুলোর অপারেটিং সিস্টেম আপডেট করার পরামর্শ দেয়া হয়েছে সার্ট-ইন এর জারি করা সতর্কবার্তায়। পাশাপাশি নিজ নিজ ডিভাইসে কোনো প্রকার অস্বাভাবিক কার্যকলাপ হচ্ছে কিনা এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থা কার্যকর আছে কিনা- এ বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ করারও আহ্বান জানানো হয় সতর্কবার্তায়।
ডিবিটেক/বিএমটি