কাজ না করলে কোনো বেতন দেয়া হবেনা বলে আন্দোলনকারীদের হুশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। মূলত ট্রেড ইউনিয়নকে স্বীকৃতি দেয়া, বেতন-ভাতা বাড়ানো এবং কর্মস্থলে কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্যামসাং ইন্ডিয়ার কর্মীদের অব্যহত আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
শুধু বেতন ভাতা নয়, আন্দোলন চলমান রাখলে ও কাজে না ফিরলে চাকরিও হারাতে পারেন আন্দোলনকারীরা। এক ইমেইলে বার্তায় এই হুশিয়ারি দেয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
চলমান আন্দোলনে প্রায় দেড় হাজার কর্মী বিক্ষোভ করছেন। সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
গত ৯ সেপ্টেম্বর থেকে স্যামসাংয়ের ভারতীয় শাখার কর্মীরা বিভিন্ন দাবি নিয়ে এ বিক্ষোভ করছেন। সেই সঙ্গে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘটও। বেতন বাড়ানোর পাশাপাশি কর্মীদের নিজেদের শ্রমিক সংগঠনকে ট্রেড ইউনিয়ন হিসেবে স্বীকৃতি দেয়া তাদের মূল দাবিগুলোর অন্যতম।
ভারতের দিল্লি ও তামিলনাড়ুতে স্যামসাংয়ের দুটি কারখানা আছে। এ দুই জায়গায় বর্তমানে কর্মরত আছেন দুহাজারের বেশি কর্মী। এর মধ্যে প্রায় দেড় হাজার কর্মী আন্দোলনে নেমেছেন। ভারতে থাকা স্যামসাংয়ের ১৬ বছরের ইতিহাসে এমন ঘটনা এর আগে আর ঘটেনি।
ডিবিটেক/বিএমটি