স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি, সব ক্ষেত্রেই সেমিকন্ডাক্টর চিপের ব্যবহার অপরিহার্য। এই চিপের জন্য অধিকাংশ কোম্পানিই তাইওয়ান, চীন ও কোরিয়ার কোম্পানিগুলোর উপর নির্ভরশীল। এবার নিজ দেশের চাহিদা পূরণে ভারতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে টাটা গ্রুপ। যুক্তরাষ্ট্রের অ্যানালগ ডিভাইসের (এডিআই) সঙ্গে হাত মিলিয়ে সেমিকন্ডাক্টর চিপ তৈরি করবে টাটা। এরই মধ্যে কোম্পানি দুটি চুক্তিবদ্ধও হয়েছে।
ভারতের প্রথম সেমিকন্ডাক্টর চিপের কারখানা তৈরির জন্য টাটার ১৫৬ বছরের পুরনো বৈদ্যুতিক যন্ত্রাংশের নির্মাণ শাখা টাটা ইলেকট্রনিক্স ১,৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে। গুজরাতে তৈরি হবে সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন ফেসিলিটি। আর আসামে চিপের অ্যাসেম্বলি ও টেস্টিং ফ্যাসিলিটি গড়ে তোলা হবে।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেকদিন ধরেই সর্বাধিক সেমিকন্ডাক্টর চিপের প্রস্তুতকারক তাইওয়ানের ওপর নির্ভরশীলতা কমানোর কথা বলছেন। এ মাসের শুরুতে মহারাষ্ট্র সরকার জানিয়েছিলো, আদানি গোষ্ঠী এবং ইজরায়েলের টাওয়ার সেমিকন্ডাক্টর চিপের প্রকল্পের জন্য যৌথভাবে ১,০০০ কোটি ডলার বিনিয়োগ করবে। আবার লারসেন ও টুবরো একটি চিপের কারখানা নির্মাণের পরিকল্পনা করছে।
টাটা তাদের নির্মিত চিপ নিজেদের গাড়িতেও ব্যবহার করবে বলে জানিয়েছে।
ডিবিটেক/বিএমটি