মস্তিষ্ককে কাজে লাগিয়েই সেরে ফেলা যাবে বাড়ির সব কাজ। এক কথায়, বাড়িতে থাকা ডিভাইস নিয়ন্ত্রণ করতে কাজে লাগবে মস্তিষ্কই। এমনই একটি প্রযুক্তি নিয়ে কাজ করছে ইলন মাস্ক। বিজ্ঞানকে কাজে লাগিয়ে ইলন মাস্কের নিউরালিংক এবং সিঙ্ক্রোনের মতো অন্যান্য কোম্পানিগুলো মস্তিষ্ক এবং কম্পিউটারকে সংযুক্ত করতে একটি প্রযুক্তি আনছে। খবর দ্য ওয়াল।
মস্তিষ্কে বসানো হবে একটি ছোট চিপ
সম্প্রতি এই সংস্থাটি এমন একজন ব্যক্তির চিকিৎসা করেছে, যিনি অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস (এএলএস) নামক রোগে ভুগছিলেন। এই রোগের কারণে তাঁর শরীরের সমস্ত পেশী দুর্বল হয়ে যায়। সেই ব্যক্তি ধীরে ধীরে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেন।
সিঙ্ক্রোন এই ব্যক্তির মস্তিষ্কে একটি ছোট চিপ বসিয়েছে। এই চিপের মাধ্যমে তিনি এখন নিজের মতো করে অ্যামাজন অ্যালেক্সাকে নিয়ন্ত্রণ করতে পারেন। ভিডিও কল থেকে শুরু করে গান শুনতে পারেন। এমনকি তিনি সহজেই বাড়ির লাইট অন এবং অফ করতে পারেন।
এই প্রযুক্তি কীভাবে কাজ করে?
মানুষের মস্তিষ্কে লাখ লাখ নিউরন রয়েছে। যেগুলোই নিজেদের মধ্যে সংকেত বিনিময় করে। মানুষ যখন কিছু করতে চায়, তখন মস্তিষ্কে একটি বৈদ্যুতিক সংকেত তৈরি হয়। এই প্রযুক্তিতে, মস্তিষ্কে লাগানো এই চিপ বৈদ্যুতিক সংকেত ক্যাপচার করে কম্পিউটারে পাঠায়। কম্পিউটার সেই সংকেত বোঝে এবং সেই অনুযায়ী কাজ করে। অ্যালেক্সার ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে।
এই প্রযুক্তির সুবিধা হল, যারা অসুস্থতা বা দুর্ঘটনার কারণে হাঁটার ক্ষমতা হারিয়েছেন, তাঁদের জন্য এই প্রযুক্তি বেঁচে থাকার উপায়। তাছাড়া এই প্রযুক্তি স্মার্ট হোমকে আরও স্মার্ট করে তুলতে পারে।
ডিবিটেক/বিএমটি