সাইবার অপরাধের মোকাবেলায় বিশেষ উদ্যোগ নিতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় সেটা পরিস্কার হয়েছে। আগামী পাঁচ বছরে ৫ হাজার সাইবার কমান্ডোকে প্রশিক্ষণ ও প্রস্তুত করার পরিকল্পনা করেছে দেশটি। যারা সাইবার ইস্যু সংক্রান্ত সমস্ত সমস্যার দেখভাল করবে।
এখানেই শেষ নয়, মঙ্গলবার সাইবার নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অঙ্গ বলে জানিয়েছেন অমিত শাহ।
নয়াদিল্লিতে ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের প্রতিষ্ঠা দিবস উদযাপনে তিনি বলেন, সাইবার অপরাধের কোনও নির্দিষ্ট সীমা নেই, আর তাই সমস্ত স্টেকহোল্ডারকে এই বিপদের মোকাবেলা করতে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সঙ্গে সবাইকে সাবধানে থাকার পরামর্শও দেন তিনি৷
তাঁর মতে, বিশ্বের প্রায় ৪৬ শতাংশ ডিজিটাল লেনদেন ভারতে হয়ে থাকে৷ আর তাই সাইবার সিকিউরিটি আরও আঁটোসাটো না হলে দেশকে ভবিষ্যতে বড় সমস্যার মুখেও পড়তে হতে পারে।
ডিবিটেক/বিএমটি