আগামী সোমবার উন্মোচিত হতে পারে নতুন আইফোন ১৬। স্মার্টফোনটিতে এ১৮ চিপ ব্যবহার করা হবে, যা সফটব্যাংকের মালিকানাধীন এআরএমের ভি৯ চিপের নকশা ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই নতুন প্রযুক্তি আইফোনে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার যুক্ত করার লক্ষ্যে ব্যবহার করা হবে। খবর ফিন্যান্সিয়াল টাইমস।
খবরে বলা হয়, আইফোনে ভি৯ প্রযুক্তি ব্যবহার শুরু করেছে অ্যাপল। অ্যাপলের সঙ্গে এআরএমের কয়েক বছরের লাইসেন্স চুক্তিও রয়েছে।
এ বিষয়ে এখনও অ্যাপল ও এআরএমের কেউ মন্তব্য করেননি। অ্যাপল নিজেদেরকে একটি কৃত্রিম বুদ্ধিমত্তামুখী (এআই) কোম্পানিতে রূপান্তরিত করার প্রক্রিয়ায় রয়েছে।
ডিবিটেক/বিএমটি