এবার অ্যান্ড্রয়েড টিভিতেও দেখা যাবে এক্স টিভি। অ্যান্ড্রয়েডের পাশাপাশি এলজি, অ্যামাজন ফায়ার টিভি এবং গুগল টিভি ডিভাইসে দেখা যাবে। তবে শিগগিরই এটি আরও বিভিন্ন ডিভাইসেও দেখা যাবে। খবর এনডিটিভি।
এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছেন, নেটফ্লিক্স এবং অন্যান্য ওটিটি অ্যাপের মতো এখন অ্যান্ড্রয়েড টিভিতেও সাপোর্ট করবে এক্স টিভি।
খবরে বলা হয়, আপাতত এক্স টিভির বেটা সংস্করণ প্রকাশ করা হয়েছে। কবে থেকে নতুন ডিভাইসে এটি ব্যবহার করা যাবে তা না জানালেও আগামী কয়েকমাসের মধ্যে বেশিরভাগে ডিভাইসে এটি ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।
এক্স টিভি অ্যাপে সিনেমা, টিভি শো, ডকুমেন্টারি এবং অরিজিনাল কনটেন্ট দেখা যাবে। এতে এইচডি ও ৪কে রেজুলেশনের কনটেন্ট পাওয়া যাবে।
ডিবিটেক/বিএমটি