বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাণে চীনের বৃহত্তম কোম্পানি বিওয়াইডি পাকিস্তানের করাচিতে কারখানা চালুর পরিকল্পনা করেছে। এছাড়া পাকিস্তানের মেগা মোটরসের সঙ্গে অংশীদারত্বে দেশটিতে তিন মডেলের ইভি বিক্রির কথাও জানিয়েছে কোম্পানিটি। সম্প্রতি এই ঘোষণা দিয়েছে বিওয়াইডি। খবর রয়টার্স।
খবরে বলা হয়, পাকিস্তানে সড়কে ইভি ও হাল নাগাদ এ গাড়ির জন্য অতিপ্রয়োজনীয় চার্জিং অবকাঠামোগত ঘাটতি রয়েছে। তাই দেশটির বাজারে ইভি নিয়ে আসার পরিকল্পনা করছে বিওয়াইডি।
প্রাথমিকভাবে পাকিস্তানের প্রধান তিন শহর লাহোর, করাচি ও ইসলামাবাদে একটি করে ফ্ল্যাগশিপ স্টোর ও এক্সপেরিয়েন্স সেন্টার খোলার পরিকল্পনা করছে বিওয়াইডি।
নতুন কারখানার কার্যক্রম ২০২৬ সালে শুরু হবে বলে জানা গেছে। স্থাপন করা হবে চার্জিং স্টেশন।
ডিবিটেক/বিএমটি