জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের সুরক্ষা বাড়াতে ও মেসেজিং অভিজ্ঞতার উন্নয়নে বেশ কিছু নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে একটি হলো ইউনিক ইউজারনেম। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফোন নাম্বার দেখানো ছাড়াই তাদের যোগাযোগের তথ্য শেয়ার করতে পারবে। এটি প্লাটফর্মে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষায় আলাদা স্তর যুক্ত করবে। খবর এখন।
মেসেজিং অ্যাপে ইউজারনেম ব্যবহারের বিষয়টি আগে থেকেই প্রচলিত। টেলিগ্রামসহ অন্য প্লাটফর্মগুলো এ ফিচার ব্যবহার করছে। এর ফলে ফোন নাম্বার ছাড়াই ব্যবহারকারীরা যোগাযোগ করতে পারে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় এটি বেশ প্রচলিত।
হোয়াটসঅ্যাপে ইউজারনেম চালুর বিষয়টি কয়েকমাস আগে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে। বর্তমানে বেটা ভার্সন ২.২৪.১৮.২ প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে। ফিচারটি পুরোপুরি চালু হওয়ার পর অ্যাকাউন্টে আলাদা আইডেন্টিফায়ার যুক্ত করা যাবে।
ইউজারনেম ছাড়াও পিন সাপোর্ট ফিচার আনতেও কাজ করছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম। এটি ব্যবহারকারীদের চার সংখ্যার পিন তৈরির সুবিধা দেবে। নতুন কেউ প্রথমবার ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করতে চাইলে পিন ব্যবহার করতে হবে। অপরিচিতদের কাছ থেকে মেসেজ আসা বন্ধে হোয়াটসঅ্যাপ পিন ফিচারটি সহায়ক হবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।
ডিবিটেক/বিএমটি