সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানে ইরানের বিরুদ্ধ সাইবার হামলার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা এ দাবি করেছেন। খবর বিবিসি।
খবরে বলা হয়, আগস্টের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল প্রচারাভিযান সংক্রান্ত ওয়েবসাইটে সাইবার হামলা হয়। সে সময় ইরানের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযান টিমের কর্মকর্তারা, তবে ইরান সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছিল।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং একাধিক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এ অভিযোগ তদন্তের দায়িত্ব নেয়। সোমবার এক যৌথ বিবৃতিতে এফবিআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে প্রাথমিক তদন্তে হামলায় ইরানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ডিবিটেক/বিএমটি