এআইনির্ভর চিপের বাজারে নিজেদেরকে আরও এগিয়ে নিতে সার্ভার নির্মাতা প্রতিষ্ঠান জেডটি সিস্টেমসকে অধিগ্রহণ করছে এএমডি। সোমবার এনভিডিয়ার বরাত দিয়ে এই পরিকল্পনার কথা জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, ৭৫ শতাংশ শেয়ার ক্যাশের মাধ্যমে এবং বাকি অংশ স্টকের মাধ্যমে অধিগ্রহণের পরিকল্পনা করেছে এএমডি। ৪.৯ বিলিয়ন ডলারে এই অধিগ্রহণ সম্পন্ন হচ্ছে বলে জানা গেছে।
এএমডির এই পরিকল্পনা ঘোষণার পরপরই কোম্পানিটির শেয়ারমূল্য ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
ডিবিটেক/বিএমটি