আমেরিকার আদালতের রায়ে আটকে গেলো বহুল আলোচিত ও প্রতীক্ষিত স্পোর্টস স্ট্রিমিং সার্ভিস ‘ভেন্যু স্পোর্টস’। তিনটি বড় মিডিয়া হাউজ- ফক্স, ওয়াল্ট ডিজনি ও ওয়ার্নার ব্রাদার্স- এর যৌথ উদ্যোগে তৈরি অ্যাপ-ভিত্তিক এই স্ট্রিমিং সার্ভিসের বিরুদ্ধে ‘অ্যান্টিট্রাস্ট’ নীতিমালা ভঙ্গের অভিযোগ এনে মামলা করেছে প্রতিযোগী প্রতিষ্ঠান ফুবোটিভি। চলতি বছরের শরতেই স্ট্রিমিং সার্ভিসটি চালু হওয়ার কথা ছিলো। খবর রয়টার্স।
তরুণ ক্রীড়া অনুরাগীদের কথা মাথায় রেখেই ‘ভেন্যু স্পোর্টস’ নিয়ে আসার পরিকল্পনা করে ফক্স, ডিজনি ও ওয়ার্নার ব্রাদার্স-এর এই যৌথ উদ্যোগ। গত ফেব্রুয়ারিতে ঘোষণা দেয়ার পর চলতি মাসের (আগস্টের) শুরুতেই স্ট্রিমিং সার্ভিসটির মূল্যসহ বিভিন্ন ফিচার সম্পর্কে বিস্তারিত জানানো হয় ভেন্যু স্পোর্টস-এর পক্ষ থেকে।
এই স্ট্রিমিং সার্ভিসটির মাধ্যমে সাবস্ক্রাইবাররা ফক্স, ডিজনি ও ওয়ার্নার ব্রাদার্স-এর ১৪টি লাইভ স্পোর্টস চ্যানেল একটি অ্যাপেই দেখার সুযোগ পাবেন। পাশাপাশি এই মিডিয়া হাউজগুলোর সমন্বিত স্পোর্টস নেটওয়ার্ক ও ইএসপিএন+ এর বিশাল লাইব্রেরি থেকে চাহিদা অনুযায়ী স্পোর্টস কনটেন্ট উপভোগ করারও সুযোগ থাকবে ভেনু স্পোর্টস-এর দর্শকদের জন্য। উল্লেখ্য, চালু হওয়ার পর পাঁচ বছরের মধ্যেই ৫ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জনের লক্ষ্য ছিলো এই স্পোর্টস স্ট্রিমিং সার্ভিসটির।
কিন্তু শুরু হওয়ার আগেই আইনি বাঁধার মুখে পড়তে হলো ভেনু স্পোর্টসকে।
ফুবোটিভির পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা পুরোপুরি একটি স্পোর্টস কনটেন্ট-ভিত্তিক সার্ভিস নিয়ে আসতে চাইলেও মিডিয়া হাউজগুলোর কারণে বাধ্য হয়ে অযাচিত নন-স্পোর্টস নেটওয়ার্কও তাঁদেরকে রাখতে হয়েছে, যেগুলো সচরাচর তাঁদের দর্শকরা দেখেন না। পাশাপাশি গত ফেব্রুয়ারিতে ভেনু স্পোর্টস এর ঘোষণা আসার পর ফুবোটিভির শেয়ারেও দরপতন হয়েছে যেটা এখনও পর্যন্ত পুনরুদ্ধার করতে পারেনি প্রতিষ্ঠানটি।
তবে ফুবোটিভি’র যুক্তি প্রত্যাখ্যান করে ফক্স, ডিজনি ও ওয়ার্নার ব্রাদার্স এক বিবৃতিতে জানিয়েছে যে, আদালতের এই রায়ের বিরুদ্ধে তারা আবেদন করবে।
ডিবিটেক/বিএমটি