চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতার ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি হয়েছে মোট পিসি বিক্রির ১৪ শতাংশ, যা গত প্রান্তিকে ছিলো ৭ শতাংশ। এ সময় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এআই সক্ষমতার কম্পিউটার বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খবর গ্যাজেট৩৬০।
বাজার গবেষণা সংস্থা ক্যানালিসের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৪ সালের এপ্রিল-জুন প্রান্তিকে উইন্ডোজ এআই পিসির বিক্রি বেড়েছে গত প্রান্তিকের তুলনায় ১২৭ শতাংশ।
ক্যানালিসের প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ৮৮ লাখ এআই সক্ষমতার পিসি বিক্রি করেছে ডিভাইস নির্মাতারা। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ অ্যাপলের সিলিকন চিপসেট ব্যবহৃত এআই কম্পিউটার বিক্রি হয়েছে ৬০ শতাংশ। অন্যদিকে উইন্ডোজ পিসি বিক্রি হয়েছে ৪০ শতাংশের কিছু কম।
বিক্রির দিক থেকে অ্যাপল শীর্ষস্থানে থাকলেও ডেল, লেনোভো ও এইচপির মতো অন্য কোম্পানিগুলোর এআই পিসি বাজারে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সামগ্রিকভাবে ব্যক্তিগত কম্পিউটার বিক্রির পরিমাণ ৩ শতাংশ বেড়েছে। এ সময় বিশ্ববাজারে বিক্রি হয়েছে ৬ কোটি ৪৯ লাখ ইউনিট কম্পিউটার।
ডিবিটেক/বিএমটি