আগামী বছর আইফোন ১৭ এয়ার আনবে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এটি হবে আইফোনের আল্ট্রা থিন অর্থাৎ সর্বাধিক পাতলা আইফোনের সংস্করণ। খবর গিজমোচায়না।
ব্লুমবার্গের মার্ক গুরম্যান প্রথম এয়ার স্মার্টফোন বাজারজাতের তথ্য প্রকাশ করেন। তিনি জানান, সামনের বছর অ্যাপল আল্ট্রা থিন আইফোন ১৭ মডেল আনতে পারে, যেটি এয়ার নামে বাজারে আসবে।
অনেকেরই ধারনা, এয়ার সংস্করণটি আইফোন ১৭ ও ১৭ প্রো মাঝামাঝি একটি ভার্সন হতে পারে। গুরম্যানের প্রত্যাশা আল্ট্রা মডেলটি সাম্প্রতি আইফোন মডেলগুলোর প্লাস সংস্করণের তুলনায় বেশি জনপ্রিয়তা পাবে।
আরেক প্রযুক্তি বিশারদ মিং চি কুওর তথ্যানুযায়ী, আইফোন ১৭ স্লিম ভার্সনে ৬ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। যার রেজ্যুলিউশন হতে পারে ২৭৪০*১২৬০ পিক্সেল।
ডিবিটেক/বিএমটি