সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎচালিত গাড়ির দারুন সফলতার পর আশা যোগাচ্ছে বিদ্যুৎচালিত উড়োজাহাজ। যদিও বিদ্যুচ্চালিত উড়োজাহাজের জন্য প্রচলিত ব্যাটারি প্রযুক্তির আরও উন্নয়ন প্রয়োজন, তা এখনই সম্ভব নয় বলে আসছেন বিশেষজ্ঞরা। তবে ডাচ স্টার্টআপ ইলিশিয়ানের সাম্প্রতিক প্রতিশ্রুতি চমক দিয়েছে। খবর সিএনএন।
কোম্পানিটি বলছে, অদূর ভবিষ্যতে ৯০ যাত্রী নিয়ে পুরোপুরি বিদ্যুচ্চালিত উড়োজাহাজ ৫০০ মাইল বা ৮০৫ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এতে প্রচালিত জ্বালানিভিত্তিক ফ্লাইট থেকে প্রায় ৯০ শতাংশ কম কার্বন নিঃসরণ হবে।
কর্মকর্তারা আশা করছেন, এক দশকের মধ্যে পুরোপুরি বাণিজ্যিক পথে এগোতে পারবেন তারা। ২০৩০ সাল নাগাদ পুরোপুরি প্রোটোটাইপ উন্মোচিত হবে। নেদারল্যান্ডসের সবচেয়ে পুরনো ও বৃহত্তম কারিগরি বিশ্ববিদ্যালয় ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজির সঙ্গে নতুন এ উড়োজাহাজ নিয়ে কাজ করছে কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি