গত মে মাসে ওপেনএইআইয়ের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্করণ জিপিটি-ফোরও মডেল উন্মোচনের পর মূলত আয় বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় চ্যাটজিপিটির মোবাইল অ্যাপের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খবর টেকক্রাঞ্চ।
অ্যাপফিগার্সের তথ্যানুযায়ী, চ্যাটজিপিটির মোবাইল অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ২০২৪ সালের জুলাইয়ে ২ কোটি ৮০ লাখ ডলার নিট রেভিনিউ অর্জন করেছে, যা অ্যাপটির জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ মাসিক আয়।
ওপেনএআই জানিয়েছে, এ আয়ের ৮৩ শতাংশই এসেছে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে। আপডেট হওয়া মডেলটি অ্যাপের ব্যবহার আরো সহজ ও আকর্ষণীয় করেছে, সেই সঙ্গে এর ডাউনলোড ও সাবস্ক্রিপশনের সংখ্যা বাড়িয়েছে।
ডিবিটেক/বিএমটি