কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাঁদের পরিচালনা পর্ষদে (বোর্ডে) এআই বিষয়ক অধ্যাপক (প্রফেসর) জিকো কলটারকে নিয়োগ দিয়েছে। পাশাপাশি তিনি সক্রিয় ভূমিকা রাখবেন সেফটি ও সিকিউরিটি কমিটিতেও- যেখানে তাঁর সাথে আরও থাকবেন সিইও স্যাম অল্টম্যান। খবর রয়টার্স।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের মেশিন লার্নিং বিভাগের পরিচালক জিকো কলটার। পাশাপাশি তিনি ‘বশ’-এর প্রধান বিশেষজ্ঞ এবং ‘গ্রে সোয়ান’-এর প্রধান প্রযুক্তি উপদেষ্টা হিসেবেও কর্মরত আছেন। এর আগে তিনি সি৩ডটএআই-তে প্রধান ডেটা সায়েনটিস্ট হিসেবেও কাজ করেছেন।
ওপেনএআই-এর ব্লগপোস্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে কলটার লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম)-এর নিরাপত্তা মূল্যায়নে স্বয়ংক্রিয় পদ্ধতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ডিবিটেক/বিএমটি