টেকভিশন২৪ ডেস্ক : সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটার মালিকানাধীন ছবিভিত্তিক সামাজিক যোগযোগ প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সুবিধার্তে প্রতিনিয়তই নিত্যনতুন ফিচার উন্মোচন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার এক পোস্টে সর্বোচ্চ ২০টি ছবি যুক্ত করার সুবিধা আনছে প্ল্যাটফর্মটি। খবর নাইনটুফাইভ ম্যাক।
খবরে বলা হয়, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটিতে আগে পোস্ট আপলোড করার সময় একসঙ্গে ১০টির বেশি ছবি দেয়ার সুযোগ ছিল না। আপলোড করার মতো পছন্দের ছবিগুলো একটি একটি করে পোস্ট করতে প্রতিবার কয়েক ধাপের একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যা অনেকটাই সময়সাপেক্ষ।
একসঙ্গে অনেক ছবি আপলোড করার সুবিধাটি বিশেষ করে ইভেন্ট, ট্রিপ বা ছবির বিষয়ভিত্তিক কালেকশন শেয়ার করার জন্য উপযোগী বলে বলছেন প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা।
ডিবিটেক/বিএমটি