চলতি বছরের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া দুই মহাকাশচারী পৃথিবীতে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন নাসা কর্মকর্তারা। স্পেস এজেন্সি এখন মহাকাশচারীদের বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুলের পরিবর্তে স্পেসএক্সের ক্রাফটে করে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছে। খবর দ্য ইনডিপেনডেন্ট।
খবরে বলা হয়, গত জুনে বোয়িং নির্মিত স্টারলাইনার রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যান নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। ৮ দিন পর ফিরে আসার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে দুই মাস ধরে মহাকাশে আটকে আছেন তাঁরা।
নাসা জানিয়েছে, নভোচারীদের ফিরিয়ে আনতে স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযান ব্যবহার করার কথাও বিবেচনা করা হচ্ছে। সেক্ষেত্রে মহাকাশ স্টেশনে নভোচারীদের আরও ছয় মাস থাকতে হতে পারে।
ডিবিটেক/বিএমটি