সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটার থ্রেডস মাত্র ১৩ মাস আগে যাত্রা করেছে। এরই মধ্যে প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটির মাইলফলক অর্জন করেছে। খবর টেকক্রাঞ্চ।
এক বছরের পরপরই এ অর্জনকে ‘মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেছেন মেটার আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি।
মোসেরি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা থ্রেডসে ২০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করেছি। আশা করছি, মানুষকে একত্র করে অসাধারণ একটি সম্প্রদায় তৈরি করার ধারণাকে অনুপ্রাণিত করবে থ্রেডস।’
ডিবিটেক/বিএমটি