প্রযুক্তি দুনিয়ায় উত্তরোত্তর বাড়ছে কর্মী ছাঁটাইয়ের মাত্রা। ইন্টেলের পর এবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি ডেল কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। বিশ্বজুড়ে তাদের মোট কর্মী সংখ্যার ১০ শতাংশ ছেঁটে ফেলতে চাইছে ডেল। আর এই সিদ্ধান্তের কারণে কাজ হারাবেন ১২,৫০০ কর্মী। খবর বিজনেস ইনসাইডার।
খবরে বলা হয়, কর্মী ছাঁটাইয়ের এই প্রক্রিয়া সম্পূর্ণটাই হবে ডেলের সেলস বিভাগে। এর প্রভাব পড়বে বিশ্বজুড়ে।
একটি অভ্যন্তরীণ বার্তার মাধ্যমে ডেল তাদের কর্মীদের এই ছাঁটাইয়ের ব্যাপারে জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে যে তারা তাদের সেলস টিমে বদল আনতে চাইছে। আর এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে নতুন সেলস টিম গড়ে তোলা হবে।
ডেলের সিনিয়র এক্সিকিউটিভ বিল স্ক্যানেল এবং জন বায়ার্নের মাধ্যমে এই অভ্যন্তরীণ বার্তাটি পাঠানো হয়েছে। এর নাম দেওয়া হয়েছে গ্লোবাল সেলস মর্ডানাইজেশন আপডেট। এখানে বলা হয়েছে যে কোম্পানির ব্যবসাকে একটা নতুন অভিমুখে নিয়ে যাওয়া হবে। ম্যানেজমেন্ট এবং বিনিয়োগের পুনর্গঠনে জোর দেওয়া হবে। আর তাই সেলস টিম নিয়ে নতুন করে ভাবতে চলেছে ডেল।
ডিবিটেক/বিএমটি