চীনের বাইটড্যান্সের মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক-এ যোগ দিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। টিকটকে যোগ দেয়ার পর নিজের প্রথম ভিডিওতেই উল্লেখজনক লাইক পেয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টির ঘোষিত এই প্রার্থী।
বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত গ্রহণের পর ডেমোক্রেট পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। আগামী মাসে শিকাগোতে ডেমোক্রেট পার্টির জাতীয় কনভেনশনে নির্ধারিত হবে ডেমোক্রেটদের হয়ে নভেম্বরের নির্বাচনে কে লড়বেন ডোনাল্ড ট্রাম্পের।
নির্বাচনকে সামনে রেখে কমলা হ্যারিসের টিকটকে যোগ দেওয়ায় অনেকেই ধারণা করছেন তরুণ ভোটারদের সাথে যোগাযোগ বাড়াতে এবং তাদেরকে আকৃষ্ট করতেই তাঁর এই সিদ্ধান্ত। তবে নির্বাচনী প্রচারণার জন্য তাঁর আলাদা ক্যাম্পেইন অ্যাকাউন্ট রয়েছে।
ডিবিটেক/বিএমটি