সম্প্রতি ভারত পণ্য আমদানিতে আরোপিক কর ২০ থেকে থেকে কমিয়ে ১৫ শতাংশে নিয়ে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে ভারতের বাজারে একাধিক প্রো মডেল আইফোনের দাম কমিয়েছে অ্যাপল। খবর টেকক্রাঞ্চ।
খবরে বলা হয়, মডেলভেদে দাম ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।
এর মধ্যে ভারতে তৈরি আইফোন ১৩, ১৪ ও ১৫ এর দাম ৩০০ রুপি বা ৩ ডলার ৬০ সেন্ট, আইফোন এসই ২ হাজার ৩০০ রুপি বা ২৭ ডলার ৫০ সেন্ট এবং আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স ভার্সনের দাম ৬ হাজার রুপি বা ৭২ ডলার কমানো হয়েছে। এবারই প্রথম ভারতের বাজারে প্রো মডেলগুলোর দাম কমিয়েছে মার্কিন কোম্পানিটি।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, চীনের বাজারে আইফোনের চাহিদা কমতে থাকায় ভারতের বাজারে দাম কমানোর এ উদ্যোগ নেয়া হয়েছে।
ডিবিটেক/বিএমটি