চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্সের ভিডিও সম্পাদনার অ্যাপ ক্যাপকাট আগামী ৫ আগস্টের পর থেকে আর বিনামূল্যে ক্লাউড স্টোরেজের সুবিধা দেবে না। গত কয়েকদিনে ব্যবহারকারীরা বিনামূল্যে ক্যাপকাট ব্যবহারের শর্তাদি পরিবর্তনের ব্যাপারে বিজ্ঞপ্তি পেয়েছে। এতদিন ব্যবহারকারীদের ফাইল সংরক্ষণের জন্য বিনামূল্যে ১ জিবি ক্লাউড স্টোরেজ দিত এ কোম্পানি। সেটি আর থাকছে না। ক্যাপকাটে ক্লাউড স্টোরেজের জন্য এখন থেকে খরচ করতে হবে ব্যবহারকারীদের। খবর টেকক্রাঞ্চ।
ক্যাপকাট জানিয়েছে, ১০০ জিবি স্টোরেজের জন্য মাসিক ২ দশমিক ৪৯ ডলার এবং ১০০০ জিবির জন্য মাসিক ৭ দশমিক ৪৯ ডলার লাগবে। অর্থাৎ ভিডিও সম্পাদনাকারীদের অতিরিক্ত জায়গা বা স্টোরেজ কিনতে হবে বা অন্য ক্লাউড পরিষেবা প্রদানকারীর মাধ্যমে তাদের ফাইলগুলো শেয়ার করতে হবে।
অ্যাপটি যখন ব্যবহারকারীরা বিনামূল্যে চালাতে পারতেন তখন একটি অ্যাকাউন্টে পাঁচজন সহযোগীকেও নেয়া যেত। এখন সেই সুবিধাও কমানো হচ্ছে।
ডিবিটেক/বিএমটি