বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে জায়োনিস্ট বা ইহুদিবাদী শব্দ সংবলিত পোস্ট সরিয়ে ফেলবে মেটা। কারণ এই শব্দের আড়ালে ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলে দাবি করছে কোম্পানিটি। এরই লক্ষে মেটা তাদের হেট স্পিস পলিসি বা নীতিমালায় পরিবর্তন এনেছে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, যেসব পোস্টে ‘ইহুদি’ বা ‘ইসরায়েলিদের’ বোঝাতে ‘জায়োনিস্ট’ শব্দ ব্যবহার করা হয়, সেসব পোস্ট মুছে ফেলবে মেটা। এ ছাড়া যেসব পোস্টে শব্দটি স্পষ্টভাবে ইহুদিবাদকে রাজনৈতিক আন্দোলন হিসেবে আলোচনা করতে ব্যবহৃত হয়, সেগুলোও সরিয়ে ফেলা হবে।
ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি রাজনৈতিক আন্দোলন হিসেবে জায়োনিজম বা জায়নবাদের উদ্ভব হয়েছে। তবে জায়োনিস্ট বা ইহুদিবাদী শব্দটি এখন ইহুদিদের বিরুদ্ধে গালি হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে মেটা।
জায়োনিস্ট শব্দ ব্যবহার করে বিভিন্ন পোস্ট এর আগেও সরিয়ে ফেলে মেটা। জায়োনিস্টদের সঙ্গে ‘ইঁদুর’-এর তুলনা করা হয়েছিল এসব পোস্টে।
তবে মেটা বলেছে, জায়োনিস্ট শব্দটি অনলাইন ও অফলাইনে যেভাবে ব্যবহার করা হয়, তা সঠিকভাবে চিহ্নিত করতে কোম্পানিটির নীতিগুলো যথেষ্ট ছিল না।
ডিবিটেক/বিএমটি