সম্প্রতি চীনে নতুন এক ট্রেন্ড চালু হয়েছে। তাতে দেখা যায়, বিক্রির বিজ্ঞপ্তি। তবে, এগুলো স্বাভাবিক বিজ্ঞপ্তি নয়। এই বিক্রির বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, চাকরিটা বিক্রি হবে। এ ছাড়া বসদের একটি তালিকা তৈরি করে বিজ্ঞপ্তি দিয়ে বলা হচ্ছে, এদেরকে কেউ চাকরির জন্য নিতে পারেন। এমনকি কলিগদেরও এভাবে ‘বিক্রির বিজ্ঞপ্তি’ দেওয়া হচ্ছে। খবর এনডিটিভি ও আইটিভি।
আর এসব বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে আলিবাবার সেকেন্ড-হ্যান্ড ই-কমার্স প্লাটফর্ম জিয়ানইউতে। কাজের পরিবেশ, বস ও কলিগদের পছন্দ না হওয়ায় সম্প্রতি অনেকেই এই বিক্রির বিজ্ঞপ্তি দিচ্ছেন।
সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, এসব বিজ্ঞপ্তিতে বিক্রির জন্য চাওয়া হচ্ছে অর্থও। এই অর্থ ৫ থেকে শুরু করে ১৫ লাখও হতে পারে।
এর মধ্যে চাকরি বিক্রির বিজ্ঞপ্তিতে সাড়া মিলছে বেশি। এ জন্য প্রায় ২ লাখ থেকে ৫ লাখ টাকাও খরচ করছেন অনেকে। এ ছাড়া টানা তিনমাস প্রায় ৫০ হাজার টাকা করে পাচ্ছেন। তবে, কলিগ ও বস বিক্রি হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি