স্মার্টফোন একদিকে বর্তমানে যেমন খুব দরকারি জিনিষ, তেমনিভাবে এর আসক্তির ক্ষতিকর প্রভাবও বেশ। এই আসক্তিতে কাবু শুধু ছোটরা নয়, বড়রাও। তবে শুধু বাংলাদেশ নয়, আরও একাধিক দেশ রয়েছে যেখানে স্মার্টফোন আসক্তি সবথেকে বেশি। চলুন জেনে নেওয়া যাক সবথেকে বেশি স্মার্টফোনে আসক্ত কোন ১০ দেশ সম্পর্কে।
আসলে স্মার্টফোন আসক্তি নিয়ে সম্প্রতি একটি গবেষণা করে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়। তাদের তালিকা অনুযায়ী প্রথম ১০টি দেশ হলো –
চীন
সৌদি আরব
মালয়েশিয়া
ব্রাজিল
দক্ষিণ কোরিয়া
ইরান
কানাডা
তুরস্ক
মিশর
নেপাল
এই দশ দেশে স্মার্টফোন ব্যবহার করা হয় সবথেকে বেশি। উক্ত রিপোর্ট অনুযায়ী, চীনে মোবাইল ডিভাইস ও তার ব্যবহারকারীর সংখ্যা সবার থেকে বেশি। তা হওয়ার অন্যতম কারণ বলতে পারেন তাদের জনসংখ্যা এবং সেখানকার ইলেক্ট্রনিক্স পণ্যের বাজার।
দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব। বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি সৌদি আরব। এখানেও স্মার্টফোন ব্যবহারের সংখ্যা বাকি দেশের থেকে অনেক বেশি। আশ্চর্যের বিষয় হল, প্রথমে তিনে থাকা তিনটি দেশই এশিয়ার। এর থেকে বোঝা যায়, ইউরোপ এবং আমেরিকার থেকে বেশি স্মার্টফোন ব্যবহার হয় এশিয়ায়।
ডিবিটেক/বিএমটি