ব্যবহারকারীদের হতাশা করে হঠাৎ করেই নিজেদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ভারতের দ্রুত সময়ে জনপ্রিয় হয়ে ওঠা মাইক্রোব্লগিং সাইট ‘কু’। এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে ইলন মাস্কের মালিকানাধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) বিকল্প হিসেবেও দেখা হচ্ছিল।
এক বিবৃতিতে মাইক্রো ব্লগিং সাইটটি বন্ধের কারণ হিসেবে ফান্ডিংয়ের অভাব এবং সোস্যাল মিডিয়া সাইটটি চালাতে প্রয়োজনীয় প্রযুক্তির উচ্চ খরচের বিষয়টি তুলে ধরেন এর প্রতিষ্ঠাতা অপ্রমেয় রাধাকৃষ্ণ ও মায়াঙ্ক বিদ্যোৎকা।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম ডেইলিহান্টের সঙ্গে অধিগ্রহণের আলোচনা ভেস্তে যাওয়ার পর চার বছর বয়সী এই স্টার্টআপের বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (৩ জুলাই) থেকে এই অ্যাপটি আর খুলতে পারছেন না ব্যবহারকারীরা।
২০২০ সালে ভারতীয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ‘কু’ শুরু করেন অপ্রমেয় রাধাকৃষ্ণ এবং মায়াঙ্ক বিদ্যোৎকা। এরপর ৬০ মিলিয়নেরও বেশিবার ডাউনলোড হয় অ্যাপটি। পাশাপাশি এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়ে যায় ৯ মিলিয়নের বেশি। ভারতের দশটিরও বেশি ভাষায় ম্যাসেজ করা যেত এ প্লাটফর্মে।
ডিবিটেক/বিএমটি