যুক্তরাষ্ট্র যদি টিকটককে নিষিদ্ধ (ব্যান) করে তাহলে ওরাকলের ব্যবসায় ক্ষতিগ্রস্থ হতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি। গত সোমবার কোম্পানির বার্ষিক প্রতিবেদনে এই দাবি করে সফটওয়্যার কোম্পানিটি। খবর সিএনবিসি।
গত এপ্রিলে প্রেসিডেন্ট জো বাইডেন একটি বিলে স্বাক্ষর করেন যেখানে আগামী নয় মাস কিংবা অনুমোদন সাপেক্ষে এক বছরের মধ্যে বাইটড্যান্স টিকটককে বিক্রি না করলে নিষিদ্ধ করা হবে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের গ্রাহকদের তথ্য চীনে পাচার হচ্ছে এমন অভিযোগে টিকটক নিষিদ্ধের এই বিল পাস করা হয়।
ওরাকল টিকটককে ক্লাউড অবকাঠামো সেবা প্রদান করে। যুক্তরাষ্ট্রে টিকটকের ১৫০ মিলিয়নের অধিক গ্রাহক রয়েছে। যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ করলে ওরাকল টিকটককে এই সেবা প্রদান করতে পারবে না। ফলে তাদের ব্যবসায় ক্ষতি হবে।
ওরাকল জানিয়েছে, যদি টিকটককে সেবা প্রদান করা না যায় তাহলে তাদের সক্ষমতা যথাসময়ে অন্য কোথাও কাজে লাগানো সম্ভব হবে না। ফলে আয় ও লাভ দুটোতেই প্রভাব পড়বে।
এ বিষয়ে টিকটকের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি