প্রথমবারের মতো ২ ট্রিলিয়ন ডলার সম্পদ মূল্যের তালিকায় যুক্ত হয়েছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) পাশাপাশি কোম্পানিটি চিপ তৈরিতেও ভালো অবস্থান তৈরি করেছে। বিশেষ করে এআই চিপের চাহিদা কোম্পানির বাজারমূল্য বাড়াতে সহায়তা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর বিবিসি ও রয়টার্স।
বিশ্বের সবচেয়ে বেশি সম্পদমূল্যের কোম্পানির তালিকায় দ্রুততম সময়ে পৌঁছানোর নতুন মাইলফলকও তৈরি করেছে গ্রাফিক্স চিপ নির্মাতা কোম্পানিটি।
সিলিকন ভ্যালির এ চিপ নির্মাতার শেয়ার চলতি সপ্তাহের শুরুর দিকে কমলেও পুনরায় তা ৪ শতাংশেরও বেশি বেড়েছে। এর আগে ওয়াল স্ট্রিট যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানিটির আয় প্রতিবেদন প্রকাশ করে। এরপর এনভিডিয়ার শেয়ার মূল্য আরও বেড়ে যায়। কোম্পানিটির বাজার মূল্য গত বছরের তুলনায় ৬ হাজার কোটি ডলার বেড়েছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। পাশাপাশি কোম্পানিটির প্রধান জেনসেন হুয়াং চলতি সপ্তাহে বিনিয়োগকারীদের জানান, গোটা বিশ্বে এনভিডিয়ার চাহিদা বাড়ছে।
এক বছর আগেও কোম্পানিটির সম্পদ মূল্য ১ ট্রিলিয়ন ডলারেরও কম ছিল। বর্তমানে প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনের মাধ্যমে শীর্ষ প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট, অ্যাপল ও সৌদি আরবের কোম্পানি আরামকোর পরে বিশ্বের চতুর্থ সবচেয়ে মূল্যবান পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে স্থান করে নিয়েছে এনভিডিয়া।
ডিবিটেক/বিএমটি