প্রযুক্তি জায়ান্ট গুগলের অল ইন ওয়ান সাবস্ক্রিপশন সেবা ‘গুগল ওয়ান’ এর গ্রাহক সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। রবিবার এক্সে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন সার্চ ইঞ্জিন জায়ান্টটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই।
গুগল ওয়ান একটি ‘অল ইন ওয়ান’ বা একের ভেতর সব ধরনের সাবস্ক্রিপশন পরিষেবা যা ব্যবহারকারীদের ‘জিমেইল’, ‘ফটোস’ ও ‘ড্রাইভ’-এর মতো বিনামূল্যের পরিষেবারগুলোর জন্য অরিতিক্ত স্টোরেজ কেনার সুযোগ দেয়। এ ছাড়াও এতে আরও কিছু ফিচার রয়েছে।
মাইলফলকটি গুগলের বিনামূল্যের প্যাকেজ থেকে গ্রাহকদের সরানোর চেষ্টাকেই তুলে ধরেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।
ডিবিটেক/বিএমটি