ফাস্ট শেয়ার নামে নতুন ফাইল শেয়ারিং সেবা নিয়ে প্রস্তুত গুগল। গুগল ফাইলস অ্যাপের মতোই এই প্রযুক্তি এই সেবায় ব্যবহার করা হবে।
গুগল ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড কিউ থেকে ‘অ্যান্ড্রয়েড বিম’ এর সেবা বন্ধ করে দিয়েছে। আর এর পরিবর্তে যুক্ত হবে নতুন ‘ফাস্ট শেয়ার’ ফিচার।
ইন্টারনেট ছাড়াই কাজ করবে ফাস্ট শেয়ার। ব্লুটুথ এবং লোকেশন অন করা থাকলে/করলে আশেপাশের ডিভাইসগুলোর নাম দেখা যাবে। এরপর নির্দিষ্ট ডিভাইস নির্বাচন করে সেটিতে ফাইল ট্রান্সফার করা যাবে।
শুধু ফাইল নয় চাইলে ইউআরএল, ছোটখাটো টেক্সটও পাঠানো যাবে। ফলে ফাস্ট শেয়ার শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন নয়, এটি স্মার্টওয়াচ, ক্রোম ওএস ডিভাইস এমনকি আইফোনের সেবার মতো কাজ করবে।
বর্তমানে অ্যান্ড্রয়েড কিউ পরিচালিত পিক্সেলে ফাস্ট শেয়ার রয়েছে। পুরাতন ডিভাইসগুলোর গুগল সার্ভিস আপডেট হলে সেবাটি পাওয়া যাবে। তবে কবে নাগাদ সেই আপডেট আসবে সেটি এখনও জানায়নি গুগল।
ডিবিটেক/বিএমটি
[প্রিয় পাঠক, আপনিও ডিজি বাংলা’র অংশ হয়ে উঠুন। প্রযুক্তি বিষয়ক খবরা-খবর, মোবাইল-গেম রিভিউ, স্কুল-কলেজ পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উদ্ভাবন-গবেষণা, মেলা, ফ্যাশন, লাইফস্ট্যাইল, ক্যারিয়ার, পরামর্শ, টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ভিডিও/ছবিসহ মেইল করুন-press@digibanglatech.news এ ঠিকানায়। আপনার সঙ্গে যোগাযোগের নম্বরটিও লিখুন। লেখা আপনার নামে প্রকাশ করা হবে। ভালো লেখার জন্য সম্মানি দেয়া হবে।]