যুক্তরাষ্ট্রের অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন জানিয়েছে, এই বছরই ফ্রান্সের ১৮০০ স্থায়ী কর্মী নেবে প্রতিষ্ঠানটি। অপরদিকে ফার্নিচার রিটেইলার কনফোরামা ফ্রান্সেই ১৯০০ কর্মী ছাঁটাই করবে।
ব্রিটেন ও জার্মানীর পর ইউরোপ বাজারে অ্যামাজনের তৃতীয় বৃহত্তম বাজার হলো ফ্রান্স। ঘোষিত কর্মী নিয়োগ হলে বছর শেষে বিশ্বের শীর্ষ ই-কমার্স প্লাটফর্মটির মোট কর্মীর সংখ্যা হবে ৯৩০০ জন।
২০১০ সালের পর থেকে ফ্রান্সের বাজারে ২.২৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে অ্যামাজন। দেশটিতে ছয়টি লজিস্টিক সেন্টারসহ ২০টি সাইট রয়েছে।
কনফোরামার ঘোষণা আর অ্যামাজনের ঘোষণা পরিকল্পিত নাকি অনাকাঙ্খিত সেটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। কনফোরামার বিষয়ে অবশ্য দেশটির সরকার বিশেষ নজর দিচ্ছে।
ফ্রান্সের ১৭.৩ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে অ্যামাজন, যদিও সেখানে গ্রোসারি মার্কেট শেয়ার পরিমান মাত্র ২ শতাংশ।
ডিবিটেক/বিএমটি
[প্রিয় পাঠক, আপনিও ডিজি বাংলা’র অংশ হয়ে উঠুন। প্রযুক্তি বিষয়ক খবরা-খবর, মোবাইল-গেম রিভিউ, স্কুল-কলেজ পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উদ্ভাবন-গবেষণা, মেলা, ফ্যাশন, লাইফস্ট্যাইল, ক্যারিয়ার, পরামর্শ, টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ভিডিও/ছবিসহ মেইল করুন-press@digibanglatech.news এ ঠিকানায়। আপনার সঙ্গে যোগাযোগের নম্বরটিও লিখুন। লেখা আপনার নামে প্রকাশ করা হবে। মনোনীত লেখার জন্য সম্মানি দেয়া হবে।]