প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়লেও অবশেষে ফাইভজি স্মার্টফোন উন্মোচন করলো লেনোভো। শাংহাইয়ে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৯-এ ‘লেনোভো জেট৬ প্রো ফাইভজি এডিসন উন্মোচন করেছে এই চীনা প্রতিষ্ঠানটি।
ফাইভজি ছাড়াও ফোরজি সংস্করণে পাওয়া যাবে ডেজ৬ প্রো। তবে ফাইজি ও ফোরজি ছাড়া দু’টি হ্যান্ডসেটের হার্ডওয়্যারে কোনও পরিবর্তন করেনি লেনোভো।
লেনোভো জেট৬ প্রো ফাইভজি এডিশনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স৫০ মোডেম। এছাড়া এতে রয়েছে ৬.৩৯ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন এবং স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের সঙ্গে ১২ গিগাবাইট র্যাম। সেইসঙ্গে ৫১২ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এতে। চারটি রেয়ার ক্যামেরা। এর মধ্যে ৪৮ এমপি সেন্সরের সঙ্গে একটি ১৬ এমপি সেন্সর যুক্ত ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি ৮ এমপি সেন্সর যুক্ত টেলিফটো লেন্স এবং একটি দুই মেগাপিক্সেল সেন্সরযুক্ত ডেপথ সেন্সর রয়েছে। লেনোভো জেট৬ প্রো ফাইভজি এডিসনে সেলফির জন্য রয়েছে ৩২ এমপি সেন্সর-যুক্ত ক্যামেরা।
৪০০ মেগাপিক্সেল এমএএইচ ব্যাটারি চার্জের জন্য রয়েছে ২৭ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এ ছাড়া উন্নত মানের ভিডিয়োর জন্য এতে রয়েছে হাইপার ভিডিয়ো ফিচার।
তাদের ফাইভজি হ্যান্ডসেটের দাম এবং তা কবে বাজারে পাওয়া যাবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি লেনোভো। তবে এর দাম চীনের বাজারে ২,৮৯৯ ইউয়ান থেকে শুরু হবে।