সামান্য হাত থেকে স্মার্টফোন পড়ে গেলেই আমাদের বুকটা কেঁপে উঠে এই ভেবে যে, ‘এই বুঝি ফোনটার ডিসপ্লে শেষ!’। ডিসপ্লে কিংবা বাইরের কিছু না হলেও আমরা ভেবে চিন্তিত হই যে ভিতরে কোনো সমস্যা হলো কিনা। কিন্তু ভেবে দেখুন, আপনার ফোনটি যদি ১০৩,০০০ ফুট (১৯.৫ মাইল) উপর থেকে মাটিতে পড়ে তাহলে কী হবে?
ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিংয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি একটি অপো আইকিউওও গেমিং স্মার্টফোন একটি হিলিয়াম ভর্তি বেলুনের সাথে জুড়ে দিয়ে আকাশে পাঠানো হয়। চরম পরিস্থিতিতেও ফোনটি কী অবস্থা হয় সেটি দেখার জন্য ফোনটির সাথে একটি ক্যামেরা যুক্ত করে দেয়া হয়।
অবশেষে ফোনটি ১০৩,০০০ ফুট উপরে উঠে যায়, যেখানে মাইনাস ৬৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সহ্য করে ফোনটি।
ফোনটি ভূপৃষ্ঠ থেকেই রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে বেলুন থেকে খুলে দেয়া হয়। এরপর ড্রোনের মাধ্যমে ঘাসের মাঠে পড়ে যাওয়া ফোনটি খুঁজে বের করা হয়। এতো উপর থেকে পড়েও ফোনটির মাত্র স্ক্রিণ প্রোটেক্টর ক্ষতিগ্রস্থ হয়, অক্ষত থাকে অপো আইকিউওও স্মার্টফোন।
ডিবিটেক/বিএমটি