এখনও আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়নি মটোরোলার নতুন স্মার্টফোন মটো জেড৪। তবে ইতিমধ্যেই একাধিক গ্রাহকের হাতে পৌছে গেছে ফোনটি। অ্যামাজনের মাধ্যমে এই ফোনটি কিনেছেন তারা। অনেকেই আবার সেটি আনবক্সিং ভিডিও প্রকাশ করেছেন।
জানা গেছে, ৪৯৯ ডলারের নতুন এই ফোনটিতে থাকছে ৬.৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। ডিসপ্লের নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ফোনটির পিছনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। আর সেলফি তোলার জন্য সামনে থাকছে ৬.২ মেগাপিক্সেলের ক্যামেরা।
৪ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল মেমরিসমৃদ্ধ ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। ব্যাকআপের জন্য ৩৬০০ এমএএইচ ব্যাটারিসহ থাকছে ফোরজি এলটিই, ৩.৫ মিমি অডিও জ্যাক পোর্ট আর ইউএসবি টাইপ সি পোর্ট।
ডিবিটেক/বিএমটি