ড্রেসিংরুমে সবচেয়ে চুটিয়ে পাবজি খেলেন ক্রিকেটের বাইবেল নামে পরিচিত মহেন্দ্র সিং ধোনি ও তার ৪ সতীর্থ।
সময়ের অন্যতম জনপ্রিয় অনলাইন গেম প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি)’র মোবাইল গেমে আসক্ত মণীশ পাণ্ডে, যুজবেন্দ্র চাহল, কেদার যাদব এবং শেখর ধাওয়ান।
ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়নাম্যান বোলার কুলদীপ যাদব।
তিনি বলেন, ড্রেসিংরুমে সবচেয়ে ভালো পাবজি খেলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি ছাড়া এই মোবাইল গেমে আসক্ত মণীশ পাণ্ডে, যুজবেন্দ্র চাহল ও কেদার যাদব। তালিকায় আছেন শেখর ধাওয়ানও।
প্রসঙ্গত, পাবজি গেমটি নিয়ে বিভিন্ন দেশে বিতর্ক চলছে। এর নেশায় শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও আকৃষ্ট হচ্ছেন। নেপালে গেমটি নিষিদ্ধ করা হয়েছে। তার আগে ভারতের গুজরাটেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল।
২০১৭ সালে চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বিশ্বব্যাপী ১০ কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে এই গেম।