টেকনো ফ্যান ফেস্টিভ্যাল উপলক্ষে সদ্য অবমুক্ত ক্যামন ৩০এস হ্যান্ডফোনে ধামাকা অফার ও নিশ্চিত উপহার দিচ্ছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত দেয়া অফারকৃত ফোনটির দাম ২৯,৯৯৯ টাকা।
বুধবার টেকনো বাংলাদেশের পক্ষ থেকে এই ঘাষণা দেয়া হয়। ঘোষণা অনুযায়ী, ধামাকা অফারে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে ৫৫” স্মার্ট টিভি, রিভো ইলেকট্রিক বাইক এবং বেইজিং ইউনিভার্সাল স্টুডিও ট্যুর প্যাকেজ। এছাড়াও উপহার হিসেবে থাকছে প্রিমিয়াম ওয়ালেট, অফিসিয়াল ট্রান্সফরমারস টি-শার্ট থেকে শুরু করে টেকনো বাডস ৩ বা টেকনো স্মার্টওয়াচের মতো গ্যাজেট।
২০২৪ শুরু হয়েছে টেকনো ক্যামন ৩০এস ফোনটি উন্মোচনের মধ্য দিয়ে। টেকনো ক্যামন সিরিজের লাইনআপে নতুন সংযোজন এই ফোন। এই ফোনে আছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ফোন দ্রুত চার্জ করার জন্য আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার।