১৭৮ বছর ধরে অপটিকস প্রযুক্তি নিয়ে কাজ করছে বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইস। জাইসোর সঙ্গে যৌথ প্রচেষ্টায় বাজারে আসছে ভিভো ভি৪০ ফাইভজি। স্মার্টফোনে পোর্ট্রেট ও সিনেম্যাটিক ভিডিও-ফটোগ্রাফির নতুন অভিজ্ঞতা দিতে চাইছে ফোনটির নির্মাতারা। সেই অভিজ্ঞতা নিতে ফোনটির প্রি-অর্ডার করা যাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।
ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভি৪০ ফাইভজি প্রি-অর্ডার করলে গিফট হিসেবে থাকছে রিরো ডব্লিউ১ প্রো স্মার্ট ওয়াচ (দাম ৪ হাজার ৭৯৯ টাকা), এক্সক্লুসিভ গিফট প্যাক ও পোস্টার কার্ড। স্মার্টফোনটির দাম পড়বে ৬২ হাজার ৯৯৯ টাকা।
ভিভো ভি৪০ ফাইভজির বিশেষত্ব হলো এর জাইস সিনেম্যাটিক পোর্ট্রেইট ভিডিও ফিচার। ভিডিওতে নান্দনিক
সিনেমা কোয়ালিটি আনতে এতে রয়েছে জাইস ফোকাস ট্রানজিশন এবং জাইস সিনেম্যাটিক ভিডিও বোকেহ। এই
দুইটি ফিচারের সাহায্যে সাবজেক্টের দিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ফোকাস ধরে রেখে সিনেমাটিক আবহ
তৈরি করতে পারবে স্মার্টফোনটি। ফোনটিতে থাকছে গ্লাস ব্যাককভার ম্যাটেরিয়াল এবং ইনডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাক সাইডে জেমিনি রিং ডিজাইনের ক্যামেরা মডিউলের সাথে দুইটি রঙে পাওয়া যাবে ভিভো ভি৪০ ফাইভজি; নেবুলা পার্পল ও মুনলাইট হোয়াইট।