বাংলাদেশের বাজারে এসেছে ইনফিনিক্সের বাজেট সাশ্রয়ী নতুন স্মার্টফোন ‘স্মার্ট ৮ প্রো’। টিম্বার ব্ল্যাক, শাইনি গোল্ড ও রেইনবো ব্লু এই তিনটি ট্রেন্ডি রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। দেশের ইনফিনিক্স অফিশিয়াল রিটেইল স্টোরে ফোনটি পাওয়া যাচ্ছে ১১,৪৯৯ টাকায়।
ইনফিনিক্স বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, একবার সম্পূর্ণ চার্জে ব্যবহারকারীরা টানা ৩৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখতে পারবেন এন্ট্রি-লেভেলের স্মার্টফোনটিতে। ব্যবহারকারীদের দুশ্চিন্তা কমাতে হ্যান্ডসেটটিতে আছে ইনফিনিক্স পাওয়ার ম্যারাথন সমাধান। ফলে আল্ট্রা-পাওয়ার-সেভিং মোড ব্যবহার করে মাত্র ৫% চার্জেও অনায়েসেই দুই ঘণ্টা কথা বলা যায়। ডিভাইসটির রিং ফ্ল্যাশলাইটযুক্ত ৫০ মেগাপিক্সেলের ডুয়েল এআই ক্যামেরার সাহায্যে স্বল্প আলোতেও সুন্দর ছবি তোলা যায়।
এছাড়াও ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো- তে রয়েছে উন্নত অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট। এটি নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিং, গেমিং ও স্ট্রিমিং নিশ্চিত করে। ডিভাইসটিতে আছে ৪ জিবি র্যাম, যা ১৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যায়। পছন্দের অ্যাপ, ছবি, ভিডিওসহ নানা কিছু সহজেই সংরক্ষণ করতে এতে আছে ১২৮ জিবি স্টোরেজ। পাশাপাশি মাইক্রোএসডির সাহায্যে এর ধারণক্ষমতা ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।