বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ-এর সেবায় প্রতিদিন প্রায় ২০ হাজার করে নতুন গ্রাহক যুক্ত হচ্ছেন। বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস জগতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এই প্রতিষ্ঠানটির গত বুধবার, ২৭ নভেম্বর পর্যন্ত মোট গ্রাহক সংখ্যা সাড়ে নয় কোটি পার হয়ে গেছে বলেও জানিয়েছে নগদ।
বৃহস্পতিবার এই তথ্য দিয়েছেন নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহ্মদ। তিনি বলেছেনন, ‘আর্থিক সকল উদ্ভাবনী সেবা এবং গ্রাহকবান্ধব চার্জের কারণে নগদ গ্রাহকের আস্থা অর্জন করেছে। যার অংশ হিসেবে একচেটিয়া বাজার ভেঙে মাত্র ৫ বছরে বাজারের শক্তিশালী দ্বিতীয় অপারেটর হিসেবে জায়গা করে নিয়েছে নগদ। বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ-এর সকল নিয়ম প্রতিপালন করে দৈনিক গড়ে ২০,০০০-এর বেশি গ্রাহক নগদের সেবার জন্য অ্যাকাউন্ট খুলছে। গ্রাহকের আস্থা, গ্রাহকবান্ধব সেবা এবং সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ও খুব সহজে ব্যবহারযোগ্য অ্যাপের কারণে আজ নগদ ৯ কোটি ৫১ লাখ গ্রাহকের পরিবারে পরিণত হয়েছে।’
এই ঈর্ষণীয় লেনদেনের কথা জানিয়ে নগদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘নগদ অর্থনীতির ডিজিটালাইজেশনে শুরু থেকে কাজ করে আসছে। এখন গ্রাহকেরা গড়ে প্রতিদিন নগদের মাধ্যমে হাজার কোটি টাকা লেনদেন করছেন। এটা বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখার একটা জায়গা। প্রান্তিক মানুষকে এভাবে অর্থনৈতিক কর্মকান্ডে যুক্ত করতে পেরে প্রতিষ্ঠান হিসেবে নগদ গর্বিত।’
নগদ কর্তৃপক্ষ জানিয়েছে, নগদ গ্রাহককে নিয়মিত লেনদেন, পেমেন্ট ছাড়াও অনেক ধরনের ডিজিটাল অর্থনৈতিক সেবা প্রদান করে। একজন মানুষের দৈনন্দিন প্রায় সকল অর্থনৈতিক কর্মকান্ডের চাহিদাই এই সেবাটি দিয়ে থাকে। এখন নগদের অত্যাধুনিক অ্যাপ থেকে আর্থিক সকল সেবা পাওয়া যাচ্ছে। এ কারণে এখন অ্যাপের মাধ্যমে গ্রাহক যুক্ত হওয়ার শতকরা হার অনেক বেড়েছে।