গেল অগাস্টে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে অর্জিত রেমিটেন্সের বেশিরভাগই বিকাশে এসেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
বৃহস্পতিবার বিকাশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিকাশের মাধ্যমে অগাস্ট মাসে আসা রেমিটেন্স গত বছরের তুলনায় ১১০ শতাংশ বেশি। বর্তমানে বিকাশে রেমিটেন্সের টাকা ক্যাশ আউট করার খরচ কমানো হয়েছে। দেশজুড়ে ১৯টি বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২ হাজার ৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ বা *২৪৭# ডায়াল করে হাজারে মাত্র ৭ টাকা চার্জে ক্যাশ আউট করতে পারবেন গ্রাহকরা।
“সেইসঙ্গে বিকাশে রেমিটেন্স পাঠানো বা গ্রহণ করার জন্য বারবার ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। বিকাশ অ্যাকাউন্ট থেকেই রেমিটেন্সের অর্থ দিয়ে বিভিন্ন পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মত ইউটিলিটি বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সেবার ফি পরিশোধ, অনুদান দেওয়া যাবে। এছাড়া রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের জন্য প্রায়ই বিভিন্ন অফারের ব্যবস্থাও রাখে বিকাশ।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বর্তমানে বিশ্বব্যাপী ১৩০টিরও বেশি দেশ থেকে শতাধিক আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (এমটিও) মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। দেশের ২৫টি বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট/নিষ্পত্তির মাধ্যমে তা পৌঁছে দেওয়া হচ্ছে নির্দিষ্ট বিকাশ অ্যাকাউন্টে।”