গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে ব্যাংকের একটি হিসাব থেকে সর্বোচ্চ নগদ উত্তলনের পরিমাণ এক লাখ বাড়িয়ে তিন লাখে উন্নীত করা হয়েছে। টাকা পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা শঙ্কায় নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকেরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের শনিবার এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। সে জন্য এক হিসাব থেকে তিন লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে এবং সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, দেশে নতুন সরকার এসেছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কম। টাকা পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তাশঙ্কা আছে। এ ছাড়া এ সময় কেউ যেন নগদ টাকা নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারেন, সে জন্য এ সিদ্ধান্ত।
সে কারণে শুধু ব্যাংক নয়, বুথ বা মেশিন থেকেও নগদ টাকা উত্তলনে এই সীমা থাকছে।