সাংবাদিকেদের দৃষ্টি আকর্ষণ করে দুই হাত তুলে দোয়া চাইলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগের মামলার আসামি হিসেবে অভিযুক্ত সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার অন্যান্য অভিযুক্তদের সঙ্গে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির শেষে প্রিজন ভ্যানে তোলার আগে মোনাজাতের ভঙ্গিতে এই ইঙ্গিত করেন তিনি। এসময় নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচারের প্রত্যাশাও করেন দেশের ইতিহাসে প্রথম ‘ইন্টারনেট ব্লাকআউট’ এর ‘খলনায়ক’।
সাবেক আট মন্ত্রী, দুই উপদেষ্টা, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক স্বরাষ্ট্র সচিবের সঙ্গে শেষের দিকে গুটি গুটি পায়ে পলকও এগিয়ে যান পুলিশ প্রহারায়। চোখের পলকেই ৩-৪ বার হাত তুলে সাংবাদিকদের কাছে প্রার্থনার ইঙ্গিত দেন। সাংবাদিকদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন বলেন, ‘আমি নির্দোষ। ন্যায় বিচার প্রার্থী’।
এসময় প্রত্যেককে বেশ খোশ মেজাজে দেখা যায়। হাসি-খুশী ভাবেই এগিয়ে যান অধিকাংশ ‘আসামি’। তাদের মধ্যে শুধু অ্যাশ রঙের কেডস আর সাদা সার্টের ওপর নীল রঙের ফুল হাতা উলেন গেঞ্জি পরে ছিলেন পলক।