১৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অথবছরের বাজেট প্রস্তাবনা করেন। এবার আইসিটি খাতে গতবারের তুলনায় ২১৭৬ কোটি টাকা বেশি বরাদ্দ দেয়া দেয়া হয়েছে।
এবারের এই বাজেট আইসিটি খাতের জন্য কেমন ছিল? আশার বাস্তবায়ন হয়েছে কিনা? কোন বিষয়গুলো পুনর্বিবেচনা করা দরকার। এই সকল বিষয় নিয়ে ডিজিবাংলা’র সাথে কথা বলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি সৈয়দ আলমাস কবির।
তিনি বলেন, প্রথমেই সরকারকে ধন্যবাদ জানায়। সরকার ২১৭৬ কোটি টাকা আইসিটি খাতে বেশি বরাদ্দ দিয়েছে। বাজেট মুটামুটি ঠিক আছে তবে আমরা আশাহত হয়েছি, ই-কমার্স খাতে যুক্ত করা হয়েছে ৭.৫ শতাংশ ভ্যাট। এই ভ্যাট যৌক্তিক না। এই সেক্টর সম্ভাবনাময় খাত। ভ্যাট না থাকলে গ্রাহক অনলাইন কেনাকাটায় আগ্রহী হবে। তাই আমরা চাই কমপক্ষে আগামী ৫ বছর এই খাতে ভ্যাট বসানো না হোক।
বিস্তারিত ভিডিওতে…