দ্বিতীয় বারের মতো আগামী ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বসছে তিন দিনের এটিএস এক্সপো। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য উৎপাদনের আন্তর্জাতিক মানের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের একক এই বৃহৎ মেলায় শিল্পে ব্যবহৃত অর্ধ লক্ষাধিক যন্ত্রাংশ ও অনুষঙ্গের পসরা সাজানো হবে শিল্প উৎপাদক, ভোক্তা ও দর্শনার্থীদের জন্য। মেলায় পিসিবি, মাদারবোর্ড, মোল্ড অ্যান্ড ডাই এর মতো অনুষঙ্গগুলোর ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ী টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, লিফট এবং হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের জন্য আলাদা জোন থাকবে বলে জানাগেছে।
আয়োজক সূত্রে প্রকাশ,
এবারের মেলায় সম্পূর্ণ পরিবেশবান্ধব ও উদ্ভাবনী প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের পণ্য উদ্বোধন করা হবে।
পাশাপাশি, মেলা চলাকালে দেশীয় ইলেকট্রনিক্স শিল্পের অগ্রগতি, উদ্ভাবনী, এনার্জি সেভিং এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি আলোচনা সভা হবে; যেখানে বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধি, গবেষক, চিন্তাবিদ, শিক্ষক এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী শিল্পোদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগ্রহী ব্যক্তিরা ওয়ালটনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এই মেলার প্রেক্ষাপট তুলে ধরে ওয়ালটনের করপোরেট সেলস বিভাগের প্রধান আহমেদ তানভীর বলেন, “ওয়ালটন হাই-টেক পার্কে উৎপাদিত যাবতীয় পণ্য সামগ্রী দেশি-বিদেশি শিল্পোদ্যাক্তা ও ক্রেতাদের সামনে তুলে ধরার মাধ্যমে আমদানি নির্ভরতা হ্রাস করে বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে গতবছর প্রথমবারের মত এটিএস এক্সপো আয়োজন করেছিল ওয়ালটন।”
দেশীয় শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও আমদানিকারকদের মাঝে সেই মেলা ব্যাপক সাড়া ফেলেছিল দাবি করে তিনি বলেন, “সেই ধারাবাহিকতায় ওয়ালটন এবছর আবারও এটিএস এক্সপো আয়োজন করছে।”
গত বছরের ১০-১২ আগষ্ট একই ভ্যেনুতে প্রথম বারের মতো দেশের সবচেয়ে বড় একক শিল্প মেলা ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো শুরু করে ওয়ালটন। ওই সময় একই ছাদের নিচে ওয়ালটনের সর্বাধুনিক উৎপাদন কেন্দ্রে তৈরি আন্তর্জাতিক মানের ৫০ হাজারেরও বেশি শিল্পজাত উপকরণ ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।