দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনে চিত্রনায়কদের অংশগ্রহণ বাড়ছেই। জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও আমিন খানের পর এবার শুভেচ্ছা দূত হিসেবে ওয়ালট ক্যাবলসের যুক্ত হলেন মডেল সিয়াম আহমেদ।
রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওয়ালটন ক্যাবলস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পক্ষে চুক্তিতে সই করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।
সেসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ইভা রিজওয়ানা, বিজনেস কো-অর্ডিনেটর টু চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-মামুন, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন ক্যাবলস এর চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ, ওয়ালটন ইলেকট্রিক সল্যুশন এর সিইও মো. ওমর ফারুক, হেড অফ সেলস- ঢাকা দক্ষিণ এর মো. সিরাজুল ইসলাম এবং ঢাকা উত্তর এর মো. মেসবাহ উল বারী, প্রোডাক্ট ম্যানেজার হাসিবুল হক, ক্যাবলস ব্র্র্যান্ডিং এর মো. রুবেল মিয়া প্রমুখ।