চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কমোডিটি এক্সচেঞ্জ সেবা দেবা ভারতীয় সফটওয়্যার প্রতিষ্ঠান চেল্লা সফট। বন্দরনাগরীর এই পুঁজিবাজারের ক্লিয়ারিং সেটেলমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টসহ স্বয়ংক্রিয় পরিচালন ব্যবস্থাপনায় সোমবার উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সফটওয়্যার লাইসেন্সিং চুক্তি সই হয়েছে।
রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এবং চেল্লা সফটওয়্যার প্রাইভেট লিমিটেড-ইন্ডিয়ার (চেল্লা সফট) প্রেসিডেন্ট সুনীল মাংলো স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় সিএসই’র বোর্ড সদস্যরা এবং চেল্লা সফটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদিত চুক্তির আওতায় চেল্লা সফট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে কমোডিটি ডেরিভেটিভস, ইকুইটি ডেরিভেটিভস কন্ট্রাক্টসহ রিয়েল টাইমে সেটেলমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং কোল্যাটারাল ম্যানেজমেন্টের স্বয়ংক্রিয় সিস্টেম প্রদান করবে।
প্রসঙ্গত, বাংলাদেশের প্রযুক্তি কোম্পানি ‘ত্রিমাত্রা ডিজিটাল’ চেল্লা সফটওয়্যারের স্থানীয় অংশীদার এবং বাংলাদেশে ব্রোকারেজ হাউসের জন্য ওএমএস সমাধান প্রদানকারী হিসেবে এই প্রকল্পে একসঙ্গে কাজ করবে।